৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৫:১৪

আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র অন্তর্জাল

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২

  • শেয়ার করুন

ইন্টারনেট তথা সাইবার জগতের নানান বিষয় নিয়ে আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র অন্তর্জাল। আগামীদিন সাইবার নিরাপত্তায় তরুণ যেন উদ্বুদ্ধ হয়, মানুষেরা যেন সচেতন হয় তার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে অন্তর্জাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

 

আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলচ্চিত্রটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। পাশাপশি অন্তর্জাল এর টিজার সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ইন্টারনেটকে যেমন নাগরিকদের উপকারে ব্যবহার করা যায়, তেমনি এটা ব্যবহার করে অপরাধমূলক কাজ ও করা যায়। এখন কোনো দেশের ক্ষতি করতে হলে পারমাণবিক বোমা ফেলতে হয় না, সাইবার হামলা করলেই হয়। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ হাতিয়ে নিতে কোন গুলি করতে হয়নি, ব্যাংকে কাউকে আসতে হয়নি। শুধু হ্যাক করেই বিপুল অর্থ নিয়ে গেছে। ইউক্রেন, ইরান, এস্তোনিয়াতে সাইবার আক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত হতে দেখেছি।

 

পলক আরও বলেন, আগামীদিন সাইবার নিরাপত্তায় তরুণ যেন উদ্বুদ্ধ হয়, মানুষেরা যেন সচেতন হয় তার জন্য আইসিটি বিভাগ থেকে এই অন্তর্জাল নির্মাণের পরিকল্পনা নেই।

 

এ সময় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, অন্তর্জাল এর পরিচালক দীপংকর দীপন, নায়ক সিয়াম আহমেদ, নায়িকা বিদ্যা সিনহা মিম সহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

 

চলচ্চিত্রটি নির্মাণে এখন পর্যন্ত দুই কোটির বেশি অর্থ খরচ হয়েছে। আরও প্রায় ২০ শতাংশ কাজসহ পোস্ট প্রোডাকশনের কাজ বাকি। তাই ব্যয় বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সহ দেশের বাইরেও এর দৃশ্যায়ন হয়।

  • শেয়ার করুন