প্রকাশিত: জুন ১৬, ২০২৩
প্রখ্যাত গীতিকার, নাট্যকার ও বিজ্ঞাপন নির্মাতা আহমেদ ইউসুফ সাবের আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গীতিকার, নাট্যকার ও বিজ্ঞাপন নির্মাতা আহমেদ ইউসুফ সাবেরের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টর গিল্ডের সদস্য ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতো মিলন ভট্টাচার্য। আগামীকাল সকালে ধানমন্ডিতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
আহমেদ ইউসুফ সাবেরের মৃত্যুতে শোক প্রকাশ করে মিলন ভট্টাচার্য আরও বলেন, তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন। ভালো মানুষ ছিলেন। সবার সঙ্গে সবসময় হাসিমুখে কথা বলতেন। তার মৃত্যুর সংবাদ শুনে আমার ভীষণ খারাপ লাগছে।