৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:৫০

আ. লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবেন না হিরো আলম

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩

  • শেয়ার করুন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে মার খাওয়ার ঘটনায় হতাশা ব্যক্ত করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচনে যাবেন না বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন হিরো আলম।

হিরো আলম বলেন, এই সরকারের আমলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনবার নির্বাচন করে মার খেয়েছি। আমি চেষ্টা করেছি, সুষ্ঠু ভোট হোক, ভোটাররা ভোট দিতে আসুক। কিন্তু মার খেলাম।

তিনি বলেন, হামলায় আমি মারাও যেতে পারতাম। নির্বাচন করতে এসে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, পছন্দ না হলে আমাকে ভোট দিয়েন না। কিন্তু আমাকে মারার কোনো অধিকার দেওয়া হয় নাই। সেদিন যেভাবে মারা হয়েছে একমাত্র আল্লাহর জন্য আমি বেঁচে আছি। পাষণ্ডের মতো মাটিতে পড়ে যাওয়ার পরও তারা আমাকে মেরেছে।

হামলায় জড়িতদের গ্রেপ্তারে ডিবির প্রতি কৃতজ্ঞতা জানায় হিরো আলম।

হামলার ঘটনা জড়িতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে হিরো আলম বলেন, হামলাকারীদের গায়ে নৌকার সিল দেখেছিলাম। এদের মধ্যে ক্ষমতাসীন দলের কিছু লোকজন ছিল, কিছু ভাড়া করা লোক ছিল। প্রকৃত আওয়ামী লীগের কয়জন তা জানি না, তাদের কজন পদের লোকজন ছিল।

হামলার ঘটনা সাজানো কিনা এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, হামলায় যদি আমার লোকই থাকে তাহলে তো আমার লোকই ধরত। যাদের ধরা হয়েছে তাদের তো রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তারা যদি বলে ওরা আমার লোক, তাহলে আমি সবকিছু মাথা পেতে নেব।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন চলাকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

এ ঘটনায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ। ইতোমধ্যে এ মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

  • শেয়ার করুন