প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানি ও অবৈধভাবে গ্রেপ্তারের অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল মঙ্গলবার সংস্থাটির এক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়। খবর আলজাজিরার।
শরণার্থী ও মানবাধিকার কর্মীরা এইচআরডব্লিউকে বলেছেন, ২০২০ সালে এপিবিএন ক্যাম্পের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পর থেকে হয়রানি এখন ‘নিয়মিত ঘটনা’। এইচআরডব্লিউ জানায়, তারা ডজনের বেশি শরণার্থীর সঙ্গে কথা বলেছে এবং এপিবিএনের কর্মকর্তাদের দ্বারা সংঘটিত ১৬টির বেশি গুরুতর নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে। অভিযোগগুলো তদন্ত ও জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক গবেষক শায়না বাউচনার।
অভিযোগের বিষয়ে এপিবিএন কমান্ডার সৈয়দ হারুনুর রশিদ বলেন, এইচআরডব্লিউর প্রতিবেদন অবিশ্বাস্য। অপরাধীরা মিথ্যা তথ্য দিয়েছে আর সংস্থাটি সেগুলো নথিভুক্ত করেছে। এটি অপরাধীদের সান্ত্বনা দেওয়ার মতো। যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করে দেখা হবে।