২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১২:২১

কপ-৩০ হোটেল খরচ বাড়ায় দরিদ্র দেশের প্রতিনিধি ঝুঁকিতে

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫

  • শেয়ার করুন

ব্রাজিলের বেলেম শহরে আয়োজন হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩০ ঘিরে হোটেল ও আবাসন ব্যয় নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের জন্য হোটেলের উচ্চ খরচ ও থাকার সুবিধা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহরে আগামী ১০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই সম্মেলনটি হাঙ্গার কনভেনশন ও এক্সিবিশন সেন্টার এবং সিটি পার্কে অনুষ্ঠিত হবে।

গত মাসে দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে জাতিসংঘ কর্মকর্তাদের এক বৈঠকে এই সমস্যা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বৈঠকের আনুষ্ঠানিক সারসংক্ষেপে বলা হয়, দরিদ্র দেশগুলোর প্রতিনিধিদের জন্য হোটেল ভাড়া দৈনিক ১০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ রাখতে এবং উন্নত দেশগুলোর জন্য ভাড়া ৪০০-৫০০ ডলারের মধ্যে রাখার পরামর্শ দিয়েছে জাতিসংঘ।

কিন্তু ব্রাজিল সরকার এই প্রস্তাবে সাড়া দেয়নি। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার দপ্তরের চিফ অব স্টাফের নির্বাহী সচিব মিরিয়াম বেলকিও সাংবাদিকদের বলেন,
“কপ-৩০ আয়োজনে ব্রাজিল ইতিমধ্যেই বিপুল ব্যয়ভার বহন করছে। অতিরিক্ত ভর্তুকি দেওয়ার সামর্থ্য আমাদের নেই।”

কেন ব্যয় বেড়ে যাচ্ছে?

কপ-৩০ আয়োজনের জন্য অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, পরিবহন, প্রযুক্তি এবং অনুষ্ঠানস্থল প্রস্তুত করতে ব্রাজিলকে ব্যাপক অর্থ ব্যয় করতে হচ্ছে। নতুন সম্মেলনকেন্দ্র নির্মাণ, শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিমানবন্দর আধুনিকীকরণসহ নানা কাজ চলছে। এসব খরচ যুক্ত হওয়ায় হোটেল ভাড়ায় অতিরিক্ত ভর্তুকি দেওয়া ব্রাজিলের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

দরিদ্র দেশগুলোর শঙ্কা

জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, আবাসন খরচ কমানো না হলে দরিদ্র দেশগুলোর অনেক প্রতিনিধি বেলেমে অংশ নিতে সমস্যায় পড়বেন। বিশেষ করে আফ্রিকা ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিত্ব বাধাগ্রস্ত হতে পারে, যারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এতে বৈশ্বিক জলবায়ু আলোচনায় ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দরিদ্র দেশগুলো কার্যকরভাবে অংশ নিতে না পারলে কপ-৩০ আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও দাবিগুলো যথাযথভাবে প্রতিফলিত হবে না। ফলে সিদ্ধান্তগুলো একতরফা হয়ে পড়তে পারে।

আন্তর্জাতিক চাপের মধ্যে ব্রাজিল

জাতিসংঘ বিভিন্ন পর্যায়ে ব্রাজিলের ওপর চাপ দিলেও ব্রাজিল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অতিরিক্ত ভর্তুকির মাধ্যমে হোটেল ভাড়া কমানো তাদের পক্ষে সম্ভব নয়। সরকার চাইছে স্থানীয় পর্যায়ে বিকল্প আবাসন ব্যবস্থা, হোস্ট পরিবার বা বিশ্ববিদ্যালয় আবাসন ব্যবহারের মাধ্যমে খরচ কমানোর পথ খোঁজা হোক।

আলোচনার অপেক্ষায় বিশ্ব

আগামী সপ্তাহে দেশগুলোর প্রতিনিধি ও জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে আবারও বৈঠক হবে। সেখানে আবাসন সমস্যার সমাধান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের চেষ্টা করা হবে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর সমাধান না এলে কপ-৩০-এ অনেক দরিদ্র দেশের প্রতিনিধি সরাসরি অংশগ্রহণ করতে পারবেন না।

ফলে, জলবায়ু পরিবর্তন মোকাবিলার বৈশ্বিক প্রচেষ্টা অসম্পূর্ণ থেকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বেলেম সম্মেলনকে ঘিরে তাই এখন সবার দৃষ্টি আবাসন সমস্যা সমাধানের দিকে। সুত্র : দ্য গার্ডিয়ান

  • শেয়ার করুন