প্রকাশিত: জুলাই ৫, ২০২৩
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে কুকুর নিয়ে হাঁটতে বেরিয়ে কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা। অঙ্গরাজ্যটির হিল্টন হেড আইল্যান্ডে স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে রিপোর্ট করা হয়েছিল ওই নারী নিখোঁজ রয়েছেন। পরে অনুসন্ধান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, মরদেহটি উদ্ধারের সময় একটি কুমির বারবার বাধা দিচ্ছিল। তবে কুমিরটিকে সরিয়ে মরদেহ নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। সাউথ ক্যারোলাইনার প্রাকৃতিক সম্পদ দপ্তর বলছে, কুমিরটি প্রায় ১০ ফুট লম্বা ছিল।
এদিকে, প্রাথমিকভাবে কুমিরের আক্রমণের প্রমাণ পাওয়া গেলেও ওই বৃদ্ধার মরদেহ ময়নাতদন্ত করা হবে। ধারণা করা হচ্ছে, কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন তিনি। এর একপর্যায়ে কুমিরের আক্রমণের শিকার হন তিনি। তবে তার কুকুর কোনো আঘাত পায়নি।