৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৪২

ক্যালিফোর্নিয়ায় প্রকাশ্যে তলোয়ার দিয়ে নারীর শিরশ্ছেদ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দিনেদুপুরে নিজের সাবেক বান্ধবীকে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করে হত্যা করেছেন এক যুবক।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বে এরিয়া নেইবারহুডে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত হোসে সোলানো ল্যান্ডেটা নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে তিনি দুই সন্তানের মা বলে জানানো হয়েছে। তিনি হত্যাকারীর সাবেক বান্ধবী বলেও নিশ্চিত করেছে পুলিশ।

সান মাতেও কাউন্টি শেরিফের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

সেখানে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান তারা। এর কিছুক্ষণ পর হত্যাকারী ঘটনাস্থলে ফিরে এলে তাকে আটক করা হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহত নারী ও তার হত্যাকারীর মধ্যে পারিবারিক সহিংসতার ইতিহাস ছিল। কিছুদিন আগে আদালতের কাছ থেকে ওই যুবকের বিরুদ্ধে সাময়িক স্থগিতাদেশ নিয়েছিলেন ওই নারী।

এ হত্যাকাণ্ডকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে আখ্যা দিয়ে পুলিশ জানিয়েছে, স্থানীয় কমিউনিটির বিপদের কোনো আশঙ্কা নেই।

  • শেয়ার করুন