প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩
নাসিম তুমি কার? না, এটি ঢালিউডের কোনো চলচ্চিত্রের নাম নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরে খুলনা টাইগার্স নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন পাকিস্তানের পেসার নাসিম শাহ? তৈরি হয়েছিল ধোয়াশা। অবশেষে খুলনা নয়, পাকিস্তানের এই তরুণ পেসার খেলবেন কুমিল্লার হয়ে।
এর আগে সবাই জানতো, এবার বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন নাসিম। তবে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এক টুইটে নাসিম জানান, তিনি খুলনা নয়, খেলতে আসছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
নিজের ভেরিফেইড টুইটার অ্যাকাউন্টে নাসিম শাহ লিখেন, তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন এই পাকিস্তানি তারকা।
পরে জানা যায় খুলনা টাইগার্সের সঙ্গে করা চুক্তি বাতিল করেছেন নাসিম। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে নতুন করে চুক্তি করেন তিনি। কুমিল্লায় নাসিম স্বদেশী মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, হাসান আলি ও আবরার আহমেদকে পাচ্ছেন।