প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় আটকা পড়েছে দুটি ফেরি।
দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ৯টা থেকে এই নৌ-পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ।
তিনি জানান, সন্ধ্যা থেকে কুয়াশা বেড়ে যাওয়ায় রাত সাড়ে ৯টার দিকে নদীপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে ‘রজনীগন্ধা’ ও ‘ফরিদপুর’ নামের দুই ফেরি।
তিনি আরও জানান, কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল শুরু হবে। তবে সেটি কখন তা বলা যাচ্ছে না এখনি।