১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,ভোর ৫:১৩

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে জাকারিয়া তুষার নামে যুবকের মৃত্যু হয়েছে

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২

  • শেয়ার করুন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে জাকারিয়া তুষার (২৩) নামে যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনে তিনি মারা যান। তুষার চট্টগ্রাম কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

 

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ও সহযোগী অধ্যাপক ডা. মাহাদী হাসান বলেন, ‘শুরু থেকেই তুষারের শারীরিক অবস্থা খারাপ ছিল। কিডনি, ব্লাড প্রেসার ও ফুসফুস কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিল। শুক্রবার ভোরে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়।’

 

জেলা সিভিল সার্জনের তথ্যমতে, চট্টগ্রামে শুক্রবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৭৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের। সবশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হন ৩১ জন।

  • শেয়ার করুন