প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শামছুল আলম আর নেই। আজ মঙ্গলবার চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শামছুল আলমের বয়স হয়েছিল ৬০ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএনপি।
এক শোক বার্তায় বলা হয়, মরহুম শামসুল আলমের মৃত্যুতে বিএনপি গভীরভাবে ব্যথিত। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপি এবং শ্রমিক দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর নীতি ও আদর্শ বাস্তবায়নে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। শামছুল আলম অবৈধ সরকার বিরোধী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যে বলিষ্ট ভূমিকা রেখেছেন তা চট্টগ্রামে দলের নেতাকর্মীরা আজীবন মনে রাখবেন। তার মতো একজন আদর্শবান রাজনৈতিক নেতার মৃত্যুতে বিএনপি গভীরভাবে শোকাহত। মরহুম শামছুল আলম এর মৃত্যুতে তার পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ন্যায় বিএনপিও সমব্যথী। মহান আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।