প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২
চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেলের (উত্তরা-আগারগাঁও অংশ) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আজ সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল এক্সিবিশন ইনফরমেশন সেন্টারে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।
প্রস্তাব পাঠানোর পর দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকার কথা জানিয়ে তিনি বলেন, মেট্রোরেল উদ্বোধনের তারিখ ঠিক করতে সরকারের অনুমতি এখনো পাওয়া যায়নি। তবে তারিখের ঘোষণা আসতে পারে যে কোনো দিন। দিনক্ষণ চূড়ান্ত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
ডিসেম্বরের শেষে মেট্রোরেল উদ্বোধন করার বিষয়ে ডিএমটিসিএলের এমডি এম এ এন ছিদ্দিক বলেন, এ মাসে উদ্বোধন না হওয়ার মতো কিছু এখনো শুনিনি। ফলে এ মাসেই এটি উদ্বোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি সামনে রেখে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে মেট্রোরেল। প্রধানমন্ত্রীর সুবিধামতো সময়ে এটি উদ্বোধন করা হবে।