৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:৪০

চাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর জেলের লাশ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩

  • শেয়ার করুন

চাঁদপুরে নিখোঁজের চার দিন পর মেঘনা নদী থেকে জেলের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার রাতে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন হরিণা ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের রামদাসদী গ্রামের সুনু গাজী (৫৫) চার দিন আগে ফেরির ধাক্কায় নদীতে পড়ে যান। ওই ঘটনায় তার ছয় সহযোগী জেলে তীরে উঠতে পারলেও সুনু গাজী পানির নিচে তলিয়ে যান। আমরা এখন নিখোঁজ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ভোররাতে ঘনকুয়াশায় ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা ফেরির সঙ্গে মেঘনায় নৌকার ধাক্কা লাগে। এতে ছয় জেলে আহত ও এক জেলে নিখোঁজ হন। ঘটনার চার দিন পর নন্দী দোকান এলাকায় নিখোঁজ জেলের লাশটি শনাক্ত করেন তার ভাই মো. শুকুর গাজী। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

  • শেয়ার করুন