২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,ভোর ৫:২৬

জলবায়ু পরিবর্তনের প্রভাব: কৃষিনির্ভর বাংলাদেশের সামনে অদৃশ্য বিপদ

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন

মো: শামসুল ইসলাম : বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এখানকার অর্থনীতি, মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তা—সবকিছুই কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আজ এই খাতটাই সবচেয়ে বড় সংকটে।

বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ুজনিত চরমভাবাপন্ন আবহাওয়ার প্রভাবে দেশের কৃষিজ উৎপাদন ব্যাপকভাবে হুমকির মুখে পড়েছে। অতিবৃষ্টি, খরা, বন্যা ও লবণাক্ততার মত প্রাকৃতিক দুর্যোগ এখন অনেক বেশি ঘন ঘন এবং অনিয়মিতভাবে ঘটছে। এতে শুধু ফসলের পরিমাণই নয়, ফসলের গুণগত মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষকেরা এখন আগের মতো মৌসুমি নিয়মে চাষাবাদ করতে পারছেন না। ধান, গম, পাট, আলুসহ বহু মৌসুমি ফসল এখন সময়মতো ফলছে না। ফলে একদিকে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে, অন্যদিকে কৃষকের আয়-রোজগারও হ্রাস পাচ্ছে।

বাংলাদেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতো উপকূলীয় এলাকাগুলোতে লবণাক্ততা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। সেখানকার মাটিতে চাষাবাদ প্রায় অসম্ভব হয়ে উঠেছে। একই সঙ্গে বন্যা ও ঘূর্ণিঝড় কৃষির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

আরেকটি বড় সমস্যা হলো—জলবায়ুর পরিবর্তনের ফলে নতুন নতুন রোগবালাই ও কীটপতঙ্গ দেখা দিচ্ছে, যেগুলো ফসল ধ্বংস করছে। কৃষকরা এখন আরও বেশি কীটনাশক ও সার ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যার ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে এবং দীর্ঘমেয়াদে কৃষি আরও অনিরাপদ হয়ে উঠছে।

তবে আশার কথা হলো—এই সংকটের মোকাবেলায় ইতোমধ্যে অনেক দেশ ‘ফ্রুগাল ইনোভেশন’ বা সহজলভ্য প্রযুক্তিনির্ভর সমাধানের দিকে যাচ্ছে। বাংলাদেশেও কিছু সংস্থা ও বিশ্ববিদ্যালয় জলবায়ুসহিষ্ণু বীজ, স্মার্ট কৃষি প্রযুক্তি, পানি সংরক্ষণ পদ্ধতি ও মোবাইল অ্যাপ নির্ভর কৃষি ব্যবস্থাপনা চালু করেছে।

তবে এই প্রচেষ্টা যথেষ্ট নয়। কৃষি মন্ত্রণালয়ের পাশাপাশি দরকার বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ। সরকারি নীতিমালায় ‘জলবায়ুসহনশীল কৃষি’কে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কৃষকদের সচেতনতা ও প্রশিক্ষণ বাড়াতে হবে।

জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত বিষয় নয়—এটি হয়ে উঠেছে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, অর্থনীতি এবং জাতীয় জীবনের অস্তিত্বের সংকট। এই সংকট মোকাবেলায় দেরি করার সুযোগ আর নেই।

  • শেয়ার করুন