৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:০৯

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩

  • শেয়ার করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় পণ্যবাহী কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আলী হায়দার হোসেন মহারাজ এবং আংগারিয়া গ্রামের আনোয়ার তালুকদার শাহিন। এদের মধ্যে শাহিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দুজনেরই বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই মোটরসাইকেলটিকে চাপা দেওয়া বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের সিলিন্ডার বহনকারী কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

শুক্রবার রাত ১১টায় নিহতদের লাশ উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রেসকিউ টিমের সদস্যরা। দুর্ঘটনার পর থেকে প্রায় ঘণ্টাব্যাপী রাজাপুর-বেকুটিয়া পিরোজপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে থানা পুলিশের সহায়তায় যান চলাচল শুরু হয়।

  • শেয়ার করুন