প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩
শেষ দিকে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। হারলে বাদ—এমন ম্যাচে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর রাইডার্স।
নতুন সাজে হচ্ছে বিপিএলের প্লে-অফ। থাকছে ডিআরএস। লিগ পর্বে দুদলের আগের দুই ম্যাচেই বড় জয় পায় বরিশাল।
এলিমিনেটর ম্যাচে জিততে একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছে দুই দল। এরইমধ্যে প্লে অফের জন্য রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন চার তারকা ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও নিকোলাস পুরান, শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং আফগানিস্তানে মুজিব উর রহমান। এ দিনে মাঠে নেমেছেন তারা। এজন্য বাদ পড়েছেন দারুণ ফর্মে থাকা আজমতউল্লাহ ওমরজাই।
অন্যদিকে বরিশালের হয়ে মাঠে নেমেছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসে এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারকে। দুই পাকিস্তানি মোহাম্মদ ওয়াশিম এবং ইফতিখার আহমেদের পরিবর্তে মাঠে নেমেছেন তারা।
দুই দলের একাদশ
ফরচুন বরিশাল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বী, সৈয়দ খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, ডোয়াইন প্রিটোরিয়াস, করিম জানাত, ভানুকা রাজাপাকসে এবং আন্দ্রে ফ্লেচার।
রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শামীম পাটওয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, নিকোলাস পুরান এবং দাসুন শানাকা।