৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:১৯

ড. ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: মে ৯, ২০২৩

  • শেয়ার করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি পালনে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এ উপলক্ষে তার নিজ বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, এম এ ওয়াজেদ ফাউন্ডেশন এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো নানা কর্মসূচি পালন করবে। লালদিঘির ফতেহপুরে জয়সদনে ওয়াজেদ মিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে।

রাজধানীতেও আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন আয়োজন করেছে নানা কর্মসূচি। এম এ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি লালদিঘির ফতেহপুরে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ৯ মে রাজধানী ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া।

  • শেয়ার করুন