প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২
বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে পূর্ব পান্থপথ (এলডিপি কার্যালয়) থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে পুনরায় মগবাজার গিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করা।
মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ আগামী ১১ জানুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
এসময় অলি আহমেদ তার বক্তব্যে বলেন, আমরা বিএনপি ঘোষিত কর্মসূচিগুলো ঐক্যবদ্ধভাবে পালনের অংশ হিসেবে গণ মিছিল করছি।