৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৫১

ঢাকায় সমাবেশের মাধ্যমে বিএনপি মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল:ওবায়দুল কাদের

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২

  • শেয়ার করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় সমাবেশের মাধ্যমে বিএনপি মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল। দেশে অরাজকতার সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি।

 

আজ রোববার মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তাদের পদত্যাগের সিদ্ধান্ত ভুল। এ জন্য তাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন। তাদের জন্য সংসদ অচল হয়ে যাবে না।

 

কিছু কিছু বিদেশি দূতাবাসের কর্মকাণ্ডের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তারা বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন হন। ক্ষোভ প্রকাশ করেন। আমি প্রশ্ন করি আপনাদের দেশে প্রতিদিন কত নারী ধর্ষণের শিকার হয়। তখন মানবাধিকার কোথায় থাকে। আমাদের দেশের পুলিশের ওপর যখন হামলা, হত্যার চেষ্টা করা হয় তখন তারা কি চুপ করে বসে থাকবে।

 

জাতিসংঘের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ওরা বড় বড় কথা বলে। অথচ ফিলিস্তিনে যখন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়, সাধারণ মানুষকে হত্যা করা হয়; তখন তারা কোথায় থাকে। জাতিসংঘ ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না। নিষেধাজ্ঞা দিয়ে আমাদের মতো দেশকে বিপদে ফেলে।

 

আগামী বছর ডিসেম্বর মাসে ফাইনাল খেলা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতি, লুটপাট আর মানবতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে। সেই খেলায় মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের শক্তি বিজয়ী হবে।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে বিএনপির নেতারা নোংরা কথা বলেন। আমরা তা দেখে রাখছি। এর জবাব সময়মতো দেওয়া হবে।’

 

দলের নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, যারা বসন্তের কোকিল, তারা সাবধান হয়ে যান। আওয়ামী লীগের পদ নিয়ে যারা বাণিজ্য করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুস সালামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন।

 

পরে গোলাম মহিউদ্দিন ও আবদুস সালামকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বহাল করে, আব্দুল মজিদকে সহসভাপতি হিসেবে ঘোষণা দেওয়া হয়।

  • শেয়ার করুন