৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:৪৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩

  • শেয়ার করুন

মৌলভীবাজারে আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার শ্রীমঙ্গল উপজেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, বেশ কিছুদিন ধরেই শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এই এলাকার জনজীবন। শ্রীমঙ্গলের পাশাপাশি পঞ্চগড়ের তেঁতুলিয়া এলাকায়ও বেশ কিছুদিন ধরে তীব্র শীত পড়ছে। তবে অন্যদিনের তুলনায় আজ মঙ্গলবার তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। এ এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

  • শেয়ার করুন