৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:২২

দৈনিক দিনকাল বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ:১২ দলীয় জোট

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩

  • শেয়ার করুন

দৈনিক দিনকাল বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পত্রিকাটির ডিক্লারেশন ও মুদ্রণের ঘোষণাপত্র বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ১২ দলীয় জোট।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোট নেতা সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ মঙ্গলবার নেতৃবৃন্দ বলেন, এই অবৈধ সরকারের অধীনে গণমাধ্যমের যে স্বাধীনতা নেই, তা আবারও প্রমাণিত হলো। দৈনিক দিনকাল পত্রিকাটি দীর্ঘদিন ধরে বিরোধী দলের মুখপত্র হিসেবে ভূমিকা রাখছে। বিরোধী দলের একমাত্র পত্রিকাটির প্রকাশনা বাতিল সরকারের চরম প্রতিহিংসা চরিতার্থ করার বহিঃপ্রকাশ। এই অবৈধ সরকারের সব অপকর্ম, বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন, হত্যা-গুম, খুন ও সকল অপকর্মের সংবাদ দ্বিধাহীনভাবে প্রকাশ করায় দিনকাল সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

নেতৃবৃন্দ বলেন, মাত্র কয়েক দিন আগেই ১৯১টি অনলাইন বন্ধ করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করে। ১৯৭৫ সালে আওয়ামী লীগ সরকার চারটি সরকার নিয়ন্ত্রিত পত্রিকা ছাড়া বাকি সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল বর্তমানে এই অবৈধ সরকার। তাদের একদলীয় ব্যবস্থা কায়েম করতে আবারও গণমাধ্যমের ওপর জুলুম চালাচ্ছে এবং কর্তৃত্ব কায়েম করেছে। সরকারের লুটপাট ও দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদেরও চরমভাবে হেনস্তা করা হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে দিনকাল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।

  • শেয়ার করুন