প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২
অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে নাম লেখাতে চায় দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল বুধবার (১৭ আগস্ট) বলেছেন, অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ চারটি দেশের মধ্যে থাকার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্তিতে এসব কথা জানান তিনি। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউন রাষ্ট্রপতির কার্যালয়ে বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সের পরে শীর্ষ অস্ত্র রপ্তানিকারক হয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কৌশলগত শক্তিতে পরিণত হবে।
জানা গেছে, এসময়ে দক্ষিণ কোরিয়া ৫৬৬ মিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করে। অন্যদিকে অস্ত্র রপ্তানিতে বিশ্বে চতুর্থ ইতালি। দেশটি একই সময়ে এক দশমিক সাত বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে।
এদিকে অস্ত্র রপ্তানিতে চতুর্থ স্থান দখল করতে মরিয়া দক্ষিণ কোরিয়া। দেশটি লক্ষ্য পূরণে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গত মাসে পোল্যান্ডের সঙ্গে বড় একটি অস্ত্র চুক্তি করেছে সিউল। চুক্তি অনুযায়ী, পোল্যান্ডের কাছে এক হাজার কে২ ট্যাঙ্ক ও ৬০০টির বেশি কামান ও কয়েক ডজন ফাইটার জেট বিক্রি করবে।