২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:৪৯

নয়াপল্টনে রাস্তার মধ্যে জুমার নামাজ আদায় করলেন নেতা কর্মীরা

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২

  • শেয়ার করুন

দলের গণমিছিলে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে নয়াপল্টনের রাস্তায় জুমার নামাজ আদায় করেন তারা। নামাজের পর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করার কথা রয়েছে বিএনপির।

শুক্রবার দুপুর ১টায় জুমা নামাজের আগে থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। দফায় দফায় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নয়াপল্টনের সড়কে যানচলাচল বিঘ্ন হয়। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ অনেকটা কম।

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর গণমিছিল আজ। জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিলে নেমেছে বিএনপি।

  • শেয়ার করুন