প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২
নোয়াখালীর চাটখিলে ৯ বছর বয়সী শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় নোয়াখালী ইউনিয়নের সাংবাহুরা গ্রাম থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে ভুক্তভোগী শিশু বাড়ির পাশে মক্তবে আরবি পড়তে যায়। একা পেয়ে অভিযুক্ত কিশোর তাকে টয়লটে নিয়ে যৌন হেনস্তা ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় মক্তবের হুজুর টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, এ ব্যাপারে আসামির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে।