১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৮:২৬

পুলিশের আভিযানিক সক্ষমতা বাড়াতে দুটি হেলিকপ্টার দেওয়া হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২

  • শেয়ার করুন

পুলিশের আভিযানিক সক্ষমতা বাড়াতে দুটি হেলিকপ্টার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা প্রতিরোধে আকাশপথের টহলের সক্ষমতা বাড়ানো হয়েছে। এ লক্ষ্যে বিজিবিকে দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের জন্য আরও দুটি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আইজিপি পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও এসবি’র অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অ্যাসোসিয়েশন নেতারা, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিউব্লিউএন) এর সভাপতি ও এসবি’র ডিআইজি আমেনা বেগমের নেতৃত্বে বিপিউব্লিউএন নেতারা পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

  • শেয়ার করুন