২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৪১

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

প্রকাশিত: মে ২৫, ২০২৩

  • শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, আজ সকাল পৌনে ১১টার দিকে চাঁদ আত্মসমর্পণের জন্য আদালতে আসেন। পরে তাকে আটক করে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার মো. রফিকুল আলম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে দুপুর পৌনে ১২টায় আরএমপির সদরদপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন পুলিশ কমিশনার।

এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুনও চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন।

  • শেয়ার করুন