৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:৪২

প্রধানমন্ত্রীর টোকিও সফর : এজেন্ডা নির্ধারণে আসছে জাপানি প্রতিনিধিদল

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২

  • শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নভেম্বরে অনুষ্ঠেয় জাপান সফরকে সামনে রেখে আজ বুধবার মধ্যরাতে দুদিনের সফরে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার জাপান দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এবার টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার সফরের আগে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব ও পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক আরিমা ইয়োতাকার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ বুধবার দিবারাত ১টায় বাংলাদেশে আসবেন। প্রতিনিধিদলে আরও রয়েছেন দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের উপ পরিচালক মাচিমুরা কেইতা ও সহকারী পরিচালক উন আনরি।

 

১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এবং ২০২২ সালে বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হয়।

 

জানা গেছে, জাপানি প্রতিনিধিদল আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগ) কাজী রাসেল পারভেজের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে প্রধানমন্ত্রীর টোকিও সফরের দ্বিপক্ষীয় অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

 

প্রধানমন্ত্রীর টোকিও সফরের সম্ভাব্য তারিখ ২৮-৩০ নভেম্বর। এবারের সফরে জাপানি বাণিজ্য ও বিনিয়োগ ছাড়াও সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচণের ওপর গুরুত্ব দিচ্ছে দুই দেশ। তাই এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হবে দেশের বড় প্রকল্পে বিনিয়োগ ও অর্থায়নের মাধ্যমে উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের আরও নিবিড় সম্পৃক্ততা, ২০২৬ সালের পরও কমপক্ষে আরও ৫ বছর পণ্যের শুল্কমুক্ত সুবিধা, শিল্পখাত আধুনিকায়ন, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও মানবসম্পদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সহযোগিতা। একইসঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনেও টোকিওর সরাসরি ভূমিকা চাইবে ঢাকা।

 

অন্যদিকে জাপানের পক্ষ থেকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কৌশল রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশকে পাশে চাইবে। তবে এ কৌশলের অর্থনৈতিক উন্নয়ন উদ্যোগ ছাড়া সামরিক বা অন্য কোনো উদ্যোগে অংশীদার হতে আগ্রহী না বাংলাদেশ।

  • শেয়ার করুন