প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে কারাবন্দি নেতাদের মুক্তিসহ সাত দফা দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে দেখা করেন হেফাজত নেতারা। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও একটি গোয়েন্দা সংস্থার প্রধান উপস্থিত ছিলেন।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদরীস বলেন, ‘হেফাজতে আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি চিঠি দেওয়ার জন্য আমরা সময় চেয়েছিলাম। শনিবার আসরের নামাজের পর এক ঘণ্টার বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আমাদের দাবিগুলো খুব গুরুত্ব-সহকারে নিয়েছেন। হেফাজতের কারাবন্দি নেতাদের মুক্তি, পাবলিক পরীক্ষায় ধর্মীয় বিষয় আবশ্যকসহ সাত দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়েছে।
‘নেতাকর্মীদের মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি দেখভালের দায়িত্ব দিয়েছেন। অন্য দাবিগুলোর বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রধানকে দেখতে বলেছেন।’