৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৪২

ফখরুল আব্বাস সহ সকল রাজবন্ধিদের মুক্তিদিন ;পিএনপি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২

  • শেয়ার করুন

প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপি’র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও মহাসচিব আহমেদুর রহমান এক যুক্ত বিবৃতিতে বলেছেন সভা সমাবেশ রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করাই রাজনৈতিক দলের প্রধান কাজ অথচ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধাদান ও একটি বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের মত জাতীয় নেতাদের বাসা থেকে আলোচনার কথা বলে ডেকে নিয়ে গ্রেফতার করে জেলে পাঠানো গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে আমরা মনে করছি।

 

আমরা অবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মহানগর আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপার্সনের উপদেষ্টা শিমুল বিশ^াস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আলেম-ওলামা সহ সকল রাজবন্ধীদের নিঃশর্ত মুক্তির জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

 

নেতৃদ্বয় আরো বলেন বর্তমান সরকারের দাম্ভীকতা জেল-যুলুম ও নির্যাতনের পথ পরিহার করে দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে চলমান সংকট সমাধান করে সকল দলের অংশগ্রহণ একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।

  • শেয়ার করুন