৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৩৪

ফিফা বিশ্বকাপের পর ঢাকায় আসছেন কাতারের আমির

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা সফর করবেন কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। কাতারে ফুটবল বিশ্বকাপের পর তিনি এ সফর করবেন।

 

বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাঈদ আল কাহতানি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে আজ মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করে এ তথ্য জানিয়েছেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পাঠানো আমন্ত্রণপত্র কাতারের আমির গ্রহণ করেছেন। তিনি কাতারের আমিরের সফর নিয়ে রাষ্ট্রপতির কাছে দেওয়া আনুষ্ঠানিক চিঠি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

 

আগামী ২০ নভেম্বর থেকে কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। এটি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। কাতারের রাষ্ট্রদূতের কাছে পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে চমৎকার সহযোগিতার সম্পর্কের সন্তোষ প্রকাশ করেন।

 

গত মাসে দোহায় দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশনস (এফওসি) বৈঠকে সে দেশে ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানসহ জনশক্তি নিয়োগ, বর্তমান ‘সরবরাহের কোটা বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক বিষয় প্রাধান্য দেওয়ায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

 

কাতারে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়ায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. মোমেন বলেন, বাংলাদেশ সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে যেখানে কাতারের বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে। এলএনজি ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

 

কাতারের রাষ্ট্রদূতও এফওসি বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করে জানান, দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ব্যবস্থা নিয়ে কাজ চলছে। আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করতে ভূমিকা রাখবেন বলেন রাষ্ট্রদূত। তিনি ফিফা বিশ্বকাপের একটি রেপ্লিকা পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।

  • শেয়ার করুন