৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:১৪

ফের সালমানকে হুমকি

প্রকাশিত: জুন ২৮, ২০২৩

  • শেয়ার করুন

চিঠি ও ইমেইলে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চলতি বছর গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই তাকে হুমকি দেন। সম্প্রতি আবারও এই অভিনেতাকে হত্যার হুমকি দিলেন লরেন্স বিষ্ণোইয়ের সহযোগি গোল্ডি। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি।

বলিউড ভাইজান সালমানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় বিরল প্রজাতির এই প্রাণীটিকে বেশ ভক্তি করে। অভিনেতার বিরুদ্ধে হরিণ হত্যার অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু গণ্য করেন গ্যাংস্টার লরেন্স। কেননা তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের। বর্তমানে লরেন্স জেলে থাকলেও গোল্ডি গ্রেপ্তার হননি।

গোল্ডি বলেন, ‘সালমান খানকে হত্যা করব। আমরা অবশ্যই তাকে হত্যা করব। সালমানকে হত্যা করাই লরেন্স বিষ্ণোইর মূল টার্গেট।’

গোল্ডি আরও বলেন, ‘লরেন্স বিষ্ণোই বলেছেন সালমান ক্ষমা চাইবেন না। আমরা আগেও বলেছি, যত দিন জীবিত আছি, শুধু সালমান খান নয়, আমরা আমাদের সব শত্রুকে হত্যার চেষ্টা চালাব। তবে আমাদের মূল টার্গেট সালমান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

  • শেয়ার করুন