২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:০৪

বাস চাপায় পিষ্ট হয়ে হাফেজ ও মুয়াজ্জিনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস: খুলনা মহানগরীর হরিনটানা থানার রাজবাঁধ এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন হাফেজ মো. শরিফুল ইসলাম ও মোয়াজ্জিন মো. বেলাল হোসেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ শরিফুল ইসলাম রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন ও বেলাল হোসেন রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন। শরিফুল ইসলাম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়া জোলা গ্রামের কাওছার হোসেনের ছেলে এবং বেল্লাল হোসেন রাজবাঁধ এলাকার মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানায়, রাজবাঁধের ভেতর থেকে মেইন রোডে মোটরসাইকেলে উঠছিলেন বেলাল ও শরিফুল। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল। ওই সময় মোটরসাইকেল নিয়ে তারা রাস্তার সাইটে ছিল কিন্তু বেপরোয়া গতির বাসটি রাস্তার সাইটে এসে মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান শরিফুল ও বেলাল।

হরিণটানা থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসচালককে আটকে কাজ করছে পুলিশ।

 

  • শেয়ার করুন