৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:১৪

বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ বিএনপি নেতা ও তার সহযোগী

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস: খুলনার দৌলতপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বিএনপি নেতা ও তার সহযোগীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে খুলনা বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক রিয়াজ শাহেদ ও তার সহযোগী রফিক বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে তারা দু’জন খুলনা বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গুলি করে। এ সময় তারা দু‘জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 

  • শেয়ার করুন