৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:৩৬

বিএনপি আন্দোলন করবে করবে বলছে; কিন্তু তাদের মরা গাঙে আর জোয়ার আসে না,কাদের

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২

  • শেয়ার করুন

মনকে সুখ দিতে বিএনপি সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতির কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটি মনে মনে মনকলা খাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ১৩ বছর ধরে বিএনপি আন্দোলন করবে করবে বলছে; কিন্তু তাদের মরা গাঙে আর জোয়ার আসে না। এখন সভা—সমাবেশ করে কিছুটা জোয়ারের ঢেউ দেখছেন বিএনপির নেতাকর্মীরা। সাংবাদিকরা প্রচার করছেন, ঘুমন্ত মানুষ মনে হয় কিছুটা জেগে উঠেছেন, এটাই গণতন্ত্রের বিউটি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার এমআরটি—১ (পাতাল রেল) প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিরাপদ রাজনৈতিক পরিবেশ চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনারা নির্বাচনে আসুন। জনগণ চাইলে আপনারা ক্ষমতায় যান। না চাইলে আমরা সেফ এক্সিট নেব।

বিএনপির কোনো নেতা আজ পর্যন্ত হামলার শিকার হননি দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমলে মোহাম্মদ নাসিম ও মতিয়া চৌধুরীর ওপর হামলার ঘটনা তো ভুলে গেলে চলবে না। আব্দুস সামাদ আজাদের সাধারণ সমাবেশেও আপনারা হামলা করেছেন। অথচ বিএনপি এখন তাদের রাজনৈতিক কর্মসূচি পালনে বাধার কথা বলে। জাতীয় পার্টিও বলেছে, তাদের রাজনৈতিক কর্মসূচিতে বিএনপি হামলা চালিয়েছিল।

তারেক রহমানকে উদ্দেশ করে কাদের বলেন, বিএনপির মূল নেতা ২০০৮ থেকে কাপুরুষের মতো লল্ডনে পালিয়ে টেমস নদীর ওপার থেকে আন্দোলনের নির্দেশ দেন। দেশে ফিরতে সাহস পাননি আবার গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেবেন। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সেফ এক্সিট’ ইস্যু প্রসঙ্গে কাদের বলেন, তার নিজেরই তো সেফ এক্সিট নেই। তাই তিনি আবারও অগ্নি সন্ত্রাসের আভাস দিচ্ছেন, এর পরিণাম শুভ হবে না। আওয়ামী লীগ এক্সিট নয়, ফাইট করবে। আমরা বিশ্বাস করি, বন্দুকের নল ক্ষমতার উৎস নয়।

  • শেয়ার করুন