৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:০৯

‘বিগ বস ওটিটি’ ছাড়ছেন সালমান খান!

প্রকাশিত: জুলাই ৩, ২০২৩

  • শেয়ার করুন

এক দশকেরও বেশি সময় ধরে ‘বিগ বস’-এর সঞ্চালনা করছেন বলিউড ভাইজান সালমান খান। চলতি বছর ‘বিগ বস ওটিটি’র দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কিন্তু এই সপ্তাহে বিগ বসের ঘরে এমন ঘটনা ঘটেছে, যা দেখে দর্শকের চোখ কপালে উঠেছে।

 

বিগ বসের দুই প্রতিযোগী আকাঙ্ক্ষা পুরী ও জাদ হাদিদ একে অন্যের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেছেন। ৩০ সেকেন্ডেরও বেশি সময় ধরে চলেছে সেই চুম্বন। এতেই রেগেছেন সালমান।

 

সপ্তাহের শেষে প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন সালমান খান। তখন মেজাজ হারিয়ে ফেলেন তিনি। এমনকি শো ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন ভাইজান।

 

এই শোতে আসার আগে ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধ বজায় রাখার কথা বলেছিলেন সালমান খান। কিন্তু দুই প্রতিযোগীর এমন কাণ্ড সালমানের প্রতিশ্রুতিকে শুরুতেই চ্যালেঞ্জ জানাল। তাতেই চটেছেন তিনি।

 

‘উইকেন্ড কা ভার’ এপিসোডে সালমান, ‘তোমরা সবাই ভাবছ, এই সপ্তাহে যা ঘটেছে সেটাই সপ্তাহের চর্চিত বিষয়! আসলে এটা পরীক্ষা ছিল তোমাদের শিক্ষার, সংস্কারের, পারিবারিক মূল্যবোধের। তোমরা যা করেছ, তার জন্য ক্ষমা চাইতে হবে না। আমি তোয়াক্কা করি না এই ক্ষমাপ্রার্থনার। আমি বেরোচ্ছি এই শো থেকে।’

 

সূত্র : আনন্দবাজার

  • শেয়ার করুন