৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:৩৪

বিয়ের চার মাস পর কিয়ারার মা হওয়ার গুঞ্জন

প্রকাশিত: জুন ২৬, ২০২৩

  • শেয়ার করুন

দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধেন বলিউডের তারকা জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বছর না ঘুরতেই তাদের ঘরে আসছে নতুন অতিথি। গুঞ্জন শোনা যাচ্ছে মা হতে চলেছেন কিয়ারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কিয়ারা-কার্তিকের পরের সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। ছবির প্রচারে নানা শহরে ছোটাছুটি করছেন তারা। প্রচারের অংশ হিসেবে রাজস্থানে গিয়েছিলেন কিয়ারা-কার্তিক। সেখানে কিয়ারার সঙ্গে ছিলেন সিদ্ধার্থও। তখন উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় ছবি তোলেন তারা। সেসব ছবিকে ঘিরে গুঞ্জন উড়ছে—অন্তঃসত্ত্বা হয়েছেন কিয়ারা। ছবিতে কিয়ারাকে ব্লেজার ও প্যান্ট পরা দেখা যায়। তখন তার পেটের সামান্য অংশ বেরিয়ে থাকে, যা দেখতে অন্তঃসত্ত্বাদের মতো ফোলা। এতেই শুরু হয় গুঞ্জন। নেটিজেনদের অনেকেই এটিকে বেবি বাম্প বলে মন্তব্য করেছেন।

‘শেরশাহ’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। এরপর থেকে এ জুটির প্রেম-বিয়ে নিয়ে চলতে থাকে আলোচনা। জল্পনার অবসান ঘটিয়ে ৭ ফেব্রুয়ারি বিকালে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়েতে দুপরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন