৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:২৪

বৃষ্টির শঙ্কা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩

  • শেয়ার করুন

রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলাসহ দেশের ২৬ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আগামীকাল শুক্রবার কিছু জেলায় শৈত্যপ্রবাহ কমতে পারে।

আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গাতে তীব্র শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা ছিল। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

কী বলছে আবহাওয়া অধিদপ্তর
আজ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্চ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলাজেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বহাল ছিল। তবে কিছু এলাকায় শুক্রবার তা প্রশমিত হতে পারে। চলতি মাসের মাঝামাঝি হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টির শঙ্কা রয়েছে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানানা, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদীর অববাহিকা এলাকা ও তত্সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টা পর হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • শেয়ার করুন