১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:৩৭

মার্চে কাতার যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩

  • শেয়ার করুন

স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৫-৯ মার্চ কাতারের রাজধানী দোহা সফরের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ৫ থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এলডিসি-৫ এর দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা আছে। এবারের সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্য দেবেন বলে আমরা আশা করছি।

গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা হয়।

কারা ম্যাকডোনাল্ডের সফর ভবিষ্যতে হবে : সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ডের ৭-৯ ফেব্রুয়ারির বাংলাদেশ সফরটি অনিবার্য কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস স্থগিতের নেপথ্যে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি। তবে ভবিষ্যতে সফরটি হবে। দুই দেশ বিষয়টি নিয়ে কাজ করছে।

  • শেয়ার করুন