প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩
বিএনপি অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল, আর ফখরুল হচ্ছে সেই অবৈধ দলের অবৈধ মহাসচিব। বিএনপির একটি সংবিধান আছে। ওই সংবিধানের কোথায় আছে ফখরুল যে ১২ বছর ধরে মহাসচিব। অথচ এর মধ্যে আমরা তিনবার সম্মেলন করেছি। তিনি যে পদত্যাগের দাবি করেন, তার নিজের আগে পদত্যাগ করা উচিত। গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সকালে ঘুম থেকে উঠেই বিএনপি নেতারা নাশতার টেবিলে বসে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে উৎখাত করার গল্প করে। তাদের আন্দোলন, পদযাত্রা, মিছিল, নেতা, ১০ দফা সব ভুয়া। জিয়াউর রহমান ইতিহাস বিকৃত করেছেন উল্লেখ করে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য জিয়াউর রহমান এখানে শিশু পার্ক করেছেন। ৭ মার্চ নিষিদ্ধ ছিল। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি নিষিদ্ধ, টুঙ্গিপাড়া নিষিদ্ধ, ৭ মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ ছিল। এ ভাষণ বাজানোর কারণে আমাদের অনেক কর্মীকে জেলে যেতে হয়েছিল। হ্যামলেটকে বাদ দিয়ে হ্যামলেট নাটক মঞ্চস্থ করেছেন জিয়াউর রহমান।
ছাত্রলীগের নেতিবাচক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এমন অনেক ঘটনা ঘটেছে, যা হওয়ার কথা ছিল না। কোথাও কোথাও লাগামহীন হয়ে গেছে। এদের লাগাম টেনে ধরতে হবে। অপকর্মকারী স্মার্টকর্মী আমাদের দরকার নেই।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিশেষ আলোচক ছিলেন আওয়ামী লীগের সদস্য তারানা হালিম।