প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে রাজধানীতে যৌথভাবে মানববন্ধন করবে ২০ দলীয় জোটের শরিক ১১টি দল। আগামী ১৭ ডিসেম্বর শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ আজ সোমবার এ তথ্য নিশ্চিত করে জানান, মানববন্ধনে তিনি ছাড়াও জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম ও বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী উপস্থিত থাকবেন।