৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৩৪

মেসি-রোনালদোর চেয়ে ধনী ফাইক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩

  • শেয়ার করুন

শিরোনাম দেখে নিশ্চয়ই আঁতকে উঠবেন। লিওলেন মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাপিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার ফাইক জেফরি বলকিয়াহ।

ছোট্ট একটা পরিসংখ্যানে পরিষ্কার হবে সবকিছু। ফাইক জেফরির সম্পদের পরিমাণ হচ্ছে মেসি ও রোনালদোর মিলিত সম্পত্তির ১৮ গুণ। তার সংগ্রহে রয়েছে ২ হাজার ৩০০-র বেশি বিলাসবহুল গাড়ি। সম্পদের দিক থেকে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার। ব্রুনাইয়ের রাজপরিবারের সন্তান তিনি। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর ভাতিজা ফাইক। বর্তমানে থাইল্যান্ডের লিগ-১-এর ক্লাব চোনবুরিতে খেলেন ব্রুনাই রাজপরিবারে এ সদস্য।

১৯৯৮ সালের ৯ মে জন্ম নেওয়া এ মিডফিল্ডার ব্রুনাই জাতীয় দলের অধিনায়কও। প্রাকৃতিক সম্পদে ভরপুর ব্রুনাই। সুতরাং রাজপরিবারের সদস্য অন্যান্য ধনী ফুটবলারের চেয়ে বেশি সম্পদ থাকা আশ্চর্যের কিছু নয়।

২০১৮ সালে একটি স্প্যানিশ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ফাইকের মোট সম্পদের মূল্য ২ হাজার কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৩ হাজার কোটি টাকা।) অন্যদিকে, মেসির মোট সম্পদের পরিমাণ প্রায় সাড়ে ৬০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৩৪০ কোটি টাকা) এবং রোনালদোর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৩২৬ কোটি টাকা)। অর্থাৎ, মেসি-রোনালদোর চেয়ে কয়েকগুণ বেশি সম্পত্তি রয়েছে ফাইকের। যদিও ফুটবল খেলে এই পরিমাণ অর্থ সম্পদ আয় করেননি ফাইক। তার বেশিরভাগ সম্পত্তিই রাজপরিবারের সূত্রে পাওয়া।

বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম শাসক হলেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। এ তালিকার শীর্ষে আছেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। অনুমান করা হয়, হাসানালের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৮ বিলিয়ন ডলার।

রাজপরিবারের সদস্য ফাইকের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। তবে শৈশব কেটেছে ব্রিটেনে। সেখানেই ফুটবলের প্রেমে পড়েন তিনি। বর্তমানে বন্ধ হয়ে যাওয়া ফুটবল ক্লাব এএফসি নিউবারির হয়ে অভিষেক হয় তার। বার্কশায়ার দলের হয়ে খেলার সময় সবার নজর কেড়েছিলেন তিনি। এরপর ভাগ্য পরীক্ষার জন্য ইংলিশ লিগের ক্লাব এফসি রিডিং ও আর্সেনালের দ্বারস্থ হন ফাইক। ২০১৪ সালে চেলসি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলতে শুরু করেন। যদিও তার সঙ্গে কোনো চুক্তি করেনি চেলসি। ইংলিশ ক্লাবটিতে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই দেখে ২০১৫ সালের ডিসেম্বরে স্টোক সিটিতে ট্রায়াল দেন ফাইক। এরপর লেস্টার সিটির সঙ্গে তিন বছরের চুক্তি করেন। ২০২১ সালে থাইল্যান্ডের ক্লাব চোনবুরিতে যোগ দেন ফাইক। মাত্র ২২ বছর বয়সে ব্রুনাই জাতীয় ফুটবল দলের অধিনায়ক হন তিনি। তিনিই দলের একমাত্র ফুটবলার, যার ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ খেলার অভিজ্ঞতা রয়েছে। সম্পদের পরিমাণে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হলেও নিজের যোগ্যতায় সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে চান ফাইক জেফরি।

 

  • শেয়ার করুন