৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৫:৪৬

মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২

  • শেয়ার করুন

পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলা সদরের কদমতলা ঈদগাহ রোড এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম রাইফা তামান্না (১৫)। সে সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বাবা আব্দুর রউফ বর্তমানে সাঁথিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই)।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে তামান্নার কক্ষের দরজায় অনেকবার ধাক্কা দিয়েও সাড়া পাচ্ছিলেন না তার মা। পরে দরজা খুলে দেখতে পান রাইফা ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

রাইফার সহপাঠীরা জানান, বেশ কিছুদিন ধরে তামান্না তার বাবা-মায়ের কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য বায়না করছিল। তার মা এসএসসি পরীক্ষার পর তাকে মোবাইল কিনে দিতে রাজি হন। ফোন কিনে না দেওয়ায় সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার  জানান, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

  • শেয়ার করুন