৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:৩৩

যমুনা নদীতে টিকটক করতে গিয়ে স্কুলশিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: জুন ২৫, ২০২৩

  • শেয়ার করুন

জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ নৌ টার্মিনালে টিকটক করতে গিয়ে যমুনা নদীতে পড়ে আপন (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিখোঁজ আপন দেওয়ানগঞ্জ পৌরসভার শহরের ১ নম্বর ওয়ার্ডের হিরুর ছেলে। আপন এ বছর জামালপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

জানা গেছে, বিকেল ৫টার দিকে আপনসহ তিন বন্ধু মিলে যমুনা নদীর ফুটানি বাজারে নৌঘাটে টিকটক করতে যায়। তারা ঘুরতে ঘুরতে নৌ টার্মিনাল এলাকায় গেলে হঠাৎ পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় আপন। স্থানীয় লোকজন স্কুলছাত্রকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

  • শেয়ার করুন