৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৩৬

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস :

রাজধানীর মহাখালীতে রাস্তা পার হওয়ার সময় বিকাশ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে মহাখালী ফ্লাইওভারের ঢালের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানান।

নিহত এএসআই আব্দুল আজিজ মোল্লা থাকতেন উত্তরার আবদুল্লাহপুরে। ঢাকার মহাখালী ট্রাফিক বক্সে তিনি দায়িত্ব পালন করছিলেন।

পরিদর্শক সালাউদ্দিন বলেন, “আজিজ রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় কাকলীর দিকে যাওয়া বাসটি আজিজকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।“

আজিজকে প্রথমে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকাশ পরিবহনের বাসটি তাৎক্ষণিকভাবে জব্দ করে পরে চালক মো. সুজন আলীকে (৪৪) আবদুল্লাহপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

এএসআই আব্দুল আজিজ মোল্লার বাড়ি জয়পুরহাটে। তিন ছেলে রেখে গেছেন তিনি। বৃহস্পতিবার ঢাকায় জানাজা শেষে আজিজের মৃতদেহ গ্রামে বাড়ি পাঠানো হবে।

  • শেয়ার করুন