৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:১২

রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকারের ‘পতন ঘটাতে হবে’মোশারফ

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২

  • শেয়ার করুন

রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকারের ‘পতন ঘটাতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, ‘দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে এ সরকারকে বিদায় করা ছাড়া উপায় নেই। এজন্য ছাত্রসমাজকে অতীতের মতো রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।’

 

বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক ছাত্রসমাবেশে নেতারা এসব কথা বলেন।

 

‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

 

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রমুখ।

 

পূর্বঘোষিত এ সমাবেশ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে সড়ক বন্ধ হওয়ায় রাজধানীর শান্তিনগর, কাকরাইল মোড়, পুরানা পল্টন, দৈনিক বাংলা ও ফকিরাপুল এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল।

 

চলমান বিভাগীয় সমাবেশ প্রসঙ্গ টেনে ড. মোশাররফ বলেন, ‘সরকারের বাধা-বিপত্তি উপেক্ষা করে বিভাগীয় সমাবেশে কিভাবে লোকজন অংশ নিচ্ছে। সরকারের কোনো বাধা-বিপত্তি সমাবেশকে রুখে দিতে পারেনি। ঢাকায় ১০ ডিসেম্বর যে সমাবেশ হবে আমরা বিশ্বাস করি, যেভাবে জনগণ সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশ সফল করছে, ঢাকার সমাবেশও সেভাবেই সফল হবে।’

 

বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, ‘আমাদের সামনে সরকারকে হঠানোই চ্যালেঞ্জ। আগামীতে আমাদের মূল দাবি- এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করা।’

 

সরকার পতনসহ দাবি আদায়ে ছাত্রদলকে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন ড. মোশাররফ।

 

আমানউল্লাহ আমান বলেন, আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে রাজপথে ফয়সালা করতে হবে। প্রয়োজনে ‘৫২, ‘৬২, ‘৬৯, ‘৭১ এবং ‘৯০ এর মতো আন্দোলন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে।

 

আবদুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা বাকশালে বিশ্বাস করে। আগামী ১০ ডিসেম্বর ঢাকা সমাবেশ হবে, আওয়ামী লীগ ও পুলিশ ভাইদের বলব, জনগণের এই সমাবেশ ঠেকাতে আসবেন না। শান্তিপূর্ণভাবে আমরা আমাদের সমাবেশ।

 

আমরা কয়েক দিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহাসমাবেশ ডাকা হয়েছিল, সেখানে দেখেছি পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে ভরপুর। এটা ছিল সরকারি সমাবেশ, জনবচ্ছিন একটা সমাবেশ। অথচ আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে আজকের ছাত্র সমাবেশ ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত গিয়ে ঠেকেছে।’

  • শেয়ার করুন