প্রকাশিত: মে ২৮, ২০২৩
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও চীনের কিছু অংশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের (এনএসএমসি) বরাত দিয়ে জিও নিউজ এ খবর জানিয়েছে। এ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলেও জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি আজ রোববার পাকিস্তানের স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত অঞ্চল। ভূমিকম্পের গভীরতা ছিল ২২৩ কিলোমিটার।
পাকিস্তানের মধ্যে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, অ্যাটক, খাইবার পাখতুনখোয়া এবং কাশ্মীরের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া পাঞ্জাবের লাহোর, ঝিলাম এবং চকওয়ালেও কম্পন ছড়িয়ে পড়ে। এর ফলে আতঙ্কে নিজেদের বাড়িঘর এবং বহুতল ভবন থেকে অনেকেই রাস্তায় বের হয়ে আসেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২ বলা হলেও এনএসএমসি বলছে এর মাত্রা ছিল ৬।