৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৫৬

শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব জাগ্রত করা গেলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ

প্রকাশিত: জুন ২৪, ২০২৩

  • শেয়ার করুন

চট্টগ্রামের পটিয়ায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, দুর্নীতি মানুষকে কলুষিত করে। অন্যায়ের পথে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মন কলুষমুক্ত। তাই আজকের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব জাগ্রত করা গেলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

শনিবার (২৪ জুন) দুপুরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রামাকান্ত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, পটিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে করল বালিকা উচ্চ বিদ্যালয় ও রতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

  • শেয়ার করুন