প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২
বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। এতে গত কয়েক সপ্তাহের তুলনায় দামও কিছুটা কমেছে। এ ছাড়া নতুন করে বাজারে শিমের বিচি, ব্রোকলি ও মটরশুঁটি এসেছে। দাম কম থাকায় ক্রেতারা ব্যাগভরে সবজি কিনছেন। তবে গেল সপ্তাহের তুলনায় বাজারে কাঁচা মরিচ ও করলার দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
অন্যান্য পণ্যের মধ্যে চাল, ডাল, চিনি, মাছ ও মাংসের দাম গত সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে ব্রয়লার মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের অবস্থায় রয়েছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকায়। গেল মাসে বিক্রি হয়েছিল ৪৫ থেকে ৫০ টাকায়। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৩৫ থেকে ১৫০ টাকা। গত মাসের একই সময়ে বিক্রি হয়েছিল ১৫০ থেকে ১৭৫ টাকায়।
রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, ফকিরাপুল, শান্তিনগর, সেগুনবাগিচা ও নিউমার্কেটের কাঁচাবাজার থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, আকারভেদে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, দেশি টমেটোর কেজি ৮০ টাকা, আমদানি টমেটোর কেজি ৬০ টাকা, পাতলা শিমের কেজি ৩০ টাকা, বিচি শিমের কেজি ৬০ টাকা, প্রতি কেজি পেঁপে ২০ থেকে ২৫ টাকা, লম্বা বেগুনের কেজি ৪০ টাকা, গোল বা তাল বেগুনের কেজি ৫০ থেকে ৬০ টাকা, নতুন আলুর কেজি ৩০ টাকা, পুরান আলুর কেজি ২০ থেকে ২৫ টাকা, জালি কুমড়ার কেজি ৬০ টাকা, শসার কেজি ৬০ থেকে ৮০ টাকা, খিরার কেজি ৬০ টাকা, গত দুই সপ্তায় করলার কেজিতে ৪০ টাকা বেড়ে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কাঁচা কলার কেজি ৩০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, দেশি গাজরের কেজি ৫০ টাকা, ধুন্দুল ও চিচিঙ্গার কেজি ৫০ থেকে ৬০ টাকা, লেবুর হালি ২০ টাকা, পেঁয়াজের কলি আঁটি ১০ টাকা, কাঁচা মরিচের কেজি ২০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকা, কচুরমুখীর কেজি ৮০ টাকা, মাটিয়া আলুর কেজি ৬০ থেকে ৮০ টাকা, অ-মৌসুমি ঢ্যাঁড়স ও পটোলের কেজি ৮০ টাকা, শালগম ও মুলার কেজি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শীতের নতুন সবজি ব্রকোলির প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০ টাকায়, আর প্রতি কেজি শিমের বিচি ১৬০ টাকা এবং প্রতি কেজি মটরশুঁটি (ছোলাসহ) ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
শাকের মধ্যে প্রায় প্রত্যেক শাকের আঁটিতে দাম কমেছে ৫ টাকা করে। প্রতি আঁটি লাল, পালং, মুলা, খেসারি ডালের শাক বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। লাউ ও পুঁই শাকের আঁটি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
মসলা সবজির মধ্যে প্রতি কেজি দেশি পেঁয়াজের কেজি ৩৫ থেকে ৪৮ টাকা, আমদানি পেঁয়াজের কেজি ৩৫ থেকে ৪৫ টাকা, দেশি রসুনের কেজি ৭০ থেকে ১০০ টাকা, আমদানি রসুনের কেজি ১১০ থেকে ১৩০ টাকা, আমদানি আদার কেজি মানভেদে ১০০ থেকে ১৫০ টাকা।
এদিকে বাজারে প্রতি কেজি নাজির, মিনিকেট বা চিকন চাল মানভেদে ৭৫ থেকে ৭৮ টাকা, পাইজাম বা মাঝারি মানের চালের কেজি ৬০ থেকে ৬৫ টাকা, মোটা চাল ২৮ বা স্বর্ণা চালের কেজি ৫৫ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। যদিও রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি দাবি করছে চালের দাম কেজিতে মানভেদে ২ টাকা করে কমেছে।