প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২
১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ ঘিরে অস্থিরতা তৈরি হলেও এর কোনো প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের শাকসবজির সরবরাহ বেড়েছে।
গত সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। আর চাল, ডাল, তেল, আটা, ময়দা, মাছ ও মাসের দাম অপরিবর্তিত রয়েছে। তবে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ফকিরাপুল কাঁচাবাজারে অন্য দিনের তুলনায় সতর্কভাবে বাজারে এসেছেন ক্রেতারা। নয়াপল্টন বিএনপি কার্যালয়ের পার্শ্ববর্তী এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া খিলগাঁ, মালিবাগ, শান্তিনগর, কারওয়ান বাজার, বাদামতলী, সূত্রাপুর, শ্যামবাজার, কচুক্ষেত, মৌলভীবাজার, মহাখালী, উত্তরা আজমপুর, রামপুরা, মীরপুর-১ নম্বর ও নিউমার্কেট কাঁচাবাজারে ক্রেতার উপস্থিতি ছিল স্বাভাবিক।
বাজারে প্রতি পিস ফুল ও বাঁধাকপি আকারভেদে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন ও আমদানি টমেটো কেজিতে ১০ টাকা কমে ৮০ থেকে ১০০, সাধারণ বা পাতলা সিম ৩০ থেকে ৪০, বিচি সিম ২০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁপে ২০, বেগুন ১০ টাকা কমে ৪০, গোল বা তাল বেগুন ২০ টাকা কমে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আলু কেজিতে ২০ টাকা কমে ৪০, পুরাতন আলু ২৫ থেকে ৩০, মাটিয়া আলু ৬০, জালি কুমড়ার কেজি ৫০, শসা ৮০, সালগম ৪০, লাউ পিস ৫০, করলা ৬০, উচ্ছে ৮০, কাঁচকলা হালি ৩০, দেশি গাজর ৫০, আমদানি গাজর বাজারভেদে ৬০ থেকে ৭০, ধুন্দল ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০, ছোট লেবু হালি ২০, বড় বা মঝারি লেবু ৩০, পেঁয়াজ কলি আঁটি ২০ (কেজি ১২০ টাকা), কাঁচামরিচ কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০, ১০০ গ্রাম ধনিয়াপাতা ১০, কচুরমুখী ৬০ থেকে ৮০ টাকা। প্রায় সব শাকের ছোট আঁটি ১০, বড় বা মাঝারি আঁটি ২০ টাকা।
নিত্যপণ্যের মধ্যে চালের দাম গত সপ্তাহে না বাড়লেও প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। চিকন চালের কেজি মানভেদে ৭৫ থেকে ৮০ টাকা। নাজিরশাইল ৮২ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে ৫০ কেজির বস্তা হিসেবে চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত কমেছে বলে দোকানিরা জানিয়েছেন। এ ছাড়া আতপ চালের কেজি ৭৬ থেকে ৭৮, পেলাও ১১২ থেকে ১১৫, বাসমতি চাল ৭৭ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সেগুনবাগিছা বাজারের চাল ব্যবসায়ী দেলোয়ার মিয়া জানান, বিএনপির কর্মসূচির কারণে চালের দামে কোনো প্রভাব পড়েনি। তবে গত মাসে বাড়তে থাকা চালের দাম এখনো কমেনি।
নিউমার্কেটের সবজি ব্যবসায়ী মনির হোসনে জানান, বৃহস্পতিবার অন্যান্য দিনের মতোই ক্রেতার উপস্থিতি স্বাভাবিক ছিল। প্রয়োজনের অতিরিক্ত সবজি কিনতে কাউকে দেখেননি তিনি।