৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:০৯

সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

প্রকাশিত: জুলাই ১২, ২০২৩

  • শেয়ার করুন

বিএনপির পর একই দিনে শান্তি সমাবেশের ডাক দিয়েছেন আওয়ামী লীগ। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বুধবার (১২ জুলাই) বিকেল ৩টায় সামবেশ শুরু করবে দলটি। এর আগেই সমাবেস্থলে আসতে শুরু করেছে দলীয় নেতাকর্মীরা।

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এ সমাবেশ হবে। সমাবেশ ঘিরে দুপুর ১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

জানা যায়, বাস, পিকাপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের মাধ্যমে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশস্থলে ঢোকার সময় তাদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড দেখা গেছে।

যৌথভাবে এ সমাবেশের আয়োজন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

  • শেয়ার করুন